ফেসবুক, টুইটার এবং গুগল+ দিয়ে দিনে ৫০ ডলার থেকে ১০০+ ডলার আয় এর ফর্মূলা! (পর্ব-১)
আজকের বিষয়
ফেসবুক কি?
আজ আমরা ফেসবুকের ২টি বিষয় নিয়ে আলচনা করব। বিষয় গুলি :
ফেসবুক দিয়ে আপনি কি করবেন?
কিভাবে ফেসবুকে বন্ধু বারাবেন?
আজকের বিষয়
ফেসবুক কি?
ফেসবুক হচ্ছে যোগাযোগের সবচাইতে সহজ এবং সুবিধা জনক মাধ্যম। এর মাধ্যমে আমরা আমাদের দেশ বিদেশের সকল বন্ধুদের সাথে যোগাযোগ তাদের ভাল-মন্দ সব ধরণের খোজ খবর রাখতে পারি। ফেসবুক নিয়ে আপনাদের আর বারিয়ে বলার কিছু নেই আপনারা সবাই আমার থেকে ভালোই যানেন ফেসবুক সম্পর্কে। তাই কথা বারালাম না।
আজ আমরা ফেসবুকের ২টি বিষয় নিয়ে আলচনা করব। বিষয় গুলি :
- ফেসবুক দিয়ে আপনি কি করবেন?
- কিভাবে ফেসবুকে বন্ধু বারাবেন?
ফেসবুক দিয়ে আপনি কি করবেন?
অনলাইনে উপার্জনের সর্বাধুনিক এবং সবথেকে সম্বাবনাময় পন্থাটি হল Facebook এ Marketing এবং তাকে লাভজনকভাবে ব্যবহার করা। এই নির্দেশিকাটি আপনাকে নিজের ব্যবসা সম্প্রসারনে দৃঢ়তা প্রদান করবে। আপনাকে শেখাবে কিভাবে সফলভাবে ফেসবুক ব্যবহার করে ঘরে বসে প্রচুর পরিমান অর্থ উপর্জন করা যা। আপনি হয়ত শুনে থাকবেন বর্তমানে ইন্টারনেট এ বিক্রয় একটি বহুল পচলিত। Internet marketing সম্পর্কে আপনি হয়ত নামমাত্রই জানেন বা কিছুই জানেন না অথবা হতে পারে আপনি অনেক কিছুই জনেন। এই নির্দেশিকাটি তৈরি হয়েছে যাতে খুব কম পরিশ্রম করে অনলাইনে বিক্রয় আয় করতে পারেন।
কিভাবে ফেসবুকে বন্ধু বারাবেন?
এখানে আমি আপনাদের বলব, কিভাবে একটি ফেসবুক একাউন্ট দিয়ে খুব অল্প সময়ে আপনার বন্ধু সংখ্যা বারাতে পারেন।
এটি এতই সোজা যে কোন লোক খুব সহজেই করতে পারবে।
১ম ধাপ:
www.facebook.com এ যান এবঙ একটি নতুন ফেসবুক একাউন্ট খুলুন। এটা ১৮-২০ বছর বয়সী একজন সুন্দরী মেয়ের প্রোফাইল এর মত দেখতে হবে। কারন মেয়েরা বেশি মনোযোগ পায় এবঙ তাড়াতাড়ি বন্ধু পেয়ে যায়। নামটি মিষ্টি এবঙ সর্বজনীন হতে হবে। এটা ভুয়া প্রোফাইল এর মত হোয়া চলবেনা। তারপর www.images.google.com এ যান এবং ফুল, চোখ, ঠোট ইত্যাদি নির্বাচন করুন এবং মেয়ের প্রতীক হয় সেরকম ছবি খুজুন এবং প্রোফাইল পিকচার হিসেবে মতমনই একটি ছবি আপলোড করুন। অন্য কোন মেয়ের ছবি বসিয়ে দিবেন না। যত পারেন তত বেশি তথ্য ঢুকান প্রোফাইলে কেননা মানুষ শূন্য প্রোফাইল পছন্দ করেনা।
২য় ধাপ:
নতুন একাউন্ট তৈরি করার পর, এখন সময় বন্ধু যোগ করা। আপনার প্রোফাইলে সর্বোচ্চ ৫,০০০ বন্ধু যোগ করতে পারবেন। আপনার উদ্দেশ্য হবে এই সুযোগ কাজে লাগানো। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আপনার প্রোফাইলে ৫,০০০ বন্ধু যোগ করতে অনেক সময় লাগতে পারে, কিন্তু এখানে আমি যে ভাবে দেখাব কিভাবে মাত্র ৭ থেকে ১০ দিনে আপনার ফেসবুক একাউন্টে ৫,০০০ বন্ধু যোগ করতে পারবেন।
আপনি কি জানেন অল্প সময়ে আপনি আপনার ইমেইল একাউন্ট কিংবা আউটলুক এক্সপ্রেস থেকে কন্টাক্ট ফেসবুকে ইম্পোট করতে পারেন? যদি তার ফেসবুক থাকে তবে তারা আপনার পক্ষ থেকে ফ্রেন্ড রিকুয়েস্ট পেয়ে যাবে অথবা ফেসবুকে যোগ দেয়ার জন্য আমন্ত্রণ পাবে। যদি আপনি হাজার হাজার বন্ধু যোগ করতে চান তাহলে আপনাকে অন্তত কয়েকশ কন্টাক্ট ইম্পোর্ট করতে হবে। কয়েকশ মানুষ আমন্ত্রণ করতে আপনাকে ১০০ - ৫০০ ডলার দিয়ে একটি ইমেইল তালিকা কিনতে হবে এবং এটা কাজে লাগবে আপনার সারা জীবন। এখন যদি আমি আপনাকে ইমেইল তালিকা কিনতে বলি তাহলে হয়ত আপনি আমাকে মারতে চাইবেন।
এখন আপনি ভাবছেন যে কিভাবে এত ইমেইল তালিকা পাবেন। চিন্ত কোন কারোন নেই আপনি www.google.com গিয়ে "এখানে দেশের নাম"@gmail.com, @yahoo.co ইত্যাদি দিয়ে Search করুন।
যদি না বুঝেন তাহলে www.youtube.com এ গিয়ে বাংলা অনেক Video Search করুন। তাহলে সব বুঝতে পারেন।
আর যদি কষ্ট করে ইমেইল তালিকা তৈরি করতে না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে 40 Million Email List আছে আপনার চাইলে আমার কাছথেকে নিতে পারেন। আমার সকল ইমেইল আইডি USA এর এবং তারা ফেসবুক এবং ইমেইল Active থাকে।
আজ এই পর্যন্তই পরের পর্বে আবার দেখা হবে।
0 comments:
Post a Comment